পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকার জাটকা জব্দ করেছে কোস্টগার্ডসহ মৎস্য বিভাগ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে টোল প্লাজায় সন্দেহজনক একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে ২৪ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৭০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে কোস্ট গার্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পরে জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।