জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে কারাবন্দী বড়বিঘাই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর হাওলাদার (৫৫) মারা গেছেন।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মোঃ আতিকুর রহমান জানান, “আজ সোমবার দুপুর ১.০০ টার দিকে কারাবন্দী আবু জাফর অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২.১৮ মিঃ কারাবন্দী আবু জাফর মারা গেছেন বলে শুনেছি।
পটুয়াখালী হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, অসুস্থ আবু জাফর ১.৪০ মিঃ সময় জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে প্রেরণ করেন। এ ভাষ্যমতে ৩৮ মিনিট পর দুপুর ২.১৮ মিঃ সময় তার মৃত্যু হয় বলে সূত্র জানায়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং ১৩ই নভেম্বর নাশকতার পরিকল্পনা করার অভিযোগের গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসের ১১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিট সময় বড়বিঘাই খাটাশিয়া বাজারে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।