জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে দুর্বৃত্তরা সরোয়ার নামক এক ব্যক্তিকে ডেকে নিয়ে দাড়াল অস্ত্র দিয়ে হাত-পা’র রগ কেটে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম ঘটনায় সরোয়ার নিহত। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বানিয়াকাঠি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ৫০ বছর বয়সী সরোয়ার হাওলাদারকে বাড়ি থেকে ডেকে বানিয়াকাঠি নিয়ে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। স্বজনরা এ্যাম্বুলেন্সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু ঘটে। ভিকটিম মোঃ সরোয়ার হাওলাদার ঐ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুকুরজনা গ্রামের গনি হাওলাদারের ছেলে।
ইটবাড়িয়া ইউনিয়নের বিট অফিসার এসআই সঞ্জিব সাহা জানান, “ঘটনার সময় ইলিয়াস নামক এক লোক টাকা দেয়ার কথা বলে সরোয়ারকে বাড়ি থেকে ডেকে বানিয়াকাঠি নিয়ে মারধর শুরু করে। এ সময় সরোয়ার দৌড়ে তার ফুফাতো বোনের ঘরে আশ্রয় নিলে ইলিয়াসসহ ৪/৫ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ঘরে থাকা এক কিশোরীর ডাক চিৎকারে লোকজন ছুটে এসে সরোয়ারকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল রেফার করে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু ঘটে।”