এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে অন্যজনের জমি থেকে মাটি কেটে এনে ঘরে দেওয়ায় প্রতিপক্ষের বাধা সহ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং ঘটনা অন্যদিকে নেওয়ার উদ্দেশ্যে থানায় মিথ্যা বানোয়াট সাজানো অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রতিপক্ষের এক নারী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলিপুরা গ্রামস্থাহ বিশ্বাস বাড়িতে। আহত অভিযোগকারী ভুক্তভোগী নারীর নাম মোসাঃ নাজমুন্নাহার বেগম (৩৮), তিনি কাগজিরপুল ব্র্যাক ব্যাংকে সিএসএ পদে কর্মরত রয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা মোঃ কবির বিশ্বাসের স্ত্রী।
সরেজমিনে আহত মোসাঃ নাজমুন্নাহার বেগম বলেন- আমি আমার ঘরদুয়ার সংস্কারের জন্য শহিদ নামে একজনের জমি থেকে কিছু মাটি কেটে আনি। তাতে আমাদের প্রতিপক্ষ খাইরুল স্যারের মা সহ তার ভাইয়ের স্ত্রী বাধা বিপত্তি করে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। তাতে কান না দিয়ে আমি ও আমার শাশুড়ী মাটি আনতে গিয়ে আসলে আমার ওপর তারা হামলা চালায় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাদের সাথে আমাদের পূর্ব জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তারা সেই বিরোধের জেরে এমনটা করতে পারে ধারণা করছি এবং তারা আমার স্বামী সহ আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা বানোয়াট সাজানো অভিযোগ দিয়ে মামলা করার পায়তারা করছে। যা আমার স্বামী চাকুরির সুবাদে ঢাকাতে বসবাস করেন। এখন তারা বাড়িতে বসে বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দিচ্ছে। মুলত নিজেদের দোষকে গোপন করতে থানায় অভিযোগ সহ আগেভাগে হাসপাতালে এসে ভর্তি হয়েছে। ঘটনা শুনে আমার স্বামী নিরসনের উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
কবির বিশ্বাস মুঠোফোনে জানান- আমি চাকুরির সুবাদে ঢাকাতে থাকি। বাড়িতে একঘরে আমার বাবা-মা ও আরএক ঘরে আমার ছোট সন্তান নিয়ে স্ত্রী বসবাস করে। তারা পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে এ জঘন্য কাজটি করেছেন। আবার আমাকে সহ আমার মা-স্ত্রীকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছে। আমি এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে খাইরুল স্যারের ভাইয়ের স্ত্রী মোসাঃ রিনা আক্তার বলেন- ওই জমি আমরা কিনবো কথা হয়েছে। কিন্তু ওই জমি থেকে মাটি কেটে গর্ত করছে। তাই বাধা বিপত্তি করলে পূর্ব বিরোধের জের ধরে আমাকে সহ আমার শাশুড়ীকে এলোপাতাড়ি পিটায় এবং বিভিন্ন ভাবে লাঞ্ছিত সহ মারধর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায় নীলাফুলা জখম হয়েছে এজন্য হাসপাতালে ভর্তি হয়েছি এবং বিচার দাবিতে থানায় অভিযোগ আকারে মামলা করেছি।
এদিকে খাইরুল স্যার জানান- ওই জমিটা আমি কবলাসূত্রে মালিক। প্রতিবছর এই জমিটা থেকে মাটি গর্ত করে আমার ব্যাপক ক্ষতি করে। তাদেরকে বারবার বলা সত্ত্বেও এখন আমার মা’কে এবং আমার ভাইয়ের বউকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আমি এর বিচার চাই। আর সেই বিচারের জন্য থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান- তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আর মহিলাদের মুখের ভাষা একটুকুও ভালো না। যতো গ্যানজাম বাধে তা মহিলাদের কারনেই বাঁধে।
এবিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই মোঃ জালাল আহমেদ বলেন, “একটা অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে গিয়েছিলাম। এবং জানা যায় পূর্ব বিরোধের জের ধরে হাতাহাতির একপর্যায়ে মারামারি হয়। যা-ই ই হোক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”