জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় এক র‍্যালী শেষে পটুয়াখালী ডায়াবেটিস হাসপাতালের সভা কক্ষে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাঃ মাহফুজা আইরিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ডায়াবেটিক সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জয়গোপাল দাস, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল শাদিদ। স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শিকদার। 

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “সচেতনতার অভাবে বর্তমান সময়ে ডায়াবেটিস রোগের আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অকালে অনেক মানুষ মারা যাচ্ছে।” মানুষকে ডায়াবেটিস রোগ ও নিরাময় সম্পর্কে ডায়াবেটিস হাসপাতালে কর্মরত ডাক্তারদেরসহ সংশ্লিস্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করার জন্য কঠোর নির্দেশনা ও পরামর্শ দেন তিনি। নিম্নমানের ঔষধ সরবরাহ ও বাজারজাত সম্পর্কেও সকলকে সতর্ক থাকার কথাও বলেন জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। 

আলোচনা সভার আগে ডায়াবেটিস হাসপাতালে ১২৫ জন মানুষের মধ্যে ফ্রি ডায়াবেটিস স্ক্রিন করা হয়। এর মধ্যে ৬৫ জনের ডায়াবেটিস সনাক্ত হয়েছে বলে উপস্থাপক ডাঃ মাহফুজা আইরিন জানান।