সুনিল সরকার, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সাতঘর বাজারের গ্রামে, নাটকীয় ঘটনা সাজিয়ে সংবাদ প্রচার ও মিথ্যা মামলা দিয়ে স্থানীয় ইউপি সদস্য সহ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ গনের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ উঠেছে জসিম মৃধা নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে জসিম মৃধার চাচা ও চাচাতো ভাই সহ অন্যান্য ওয়ারিশগনের কাছ থেকে জানা গেছে, জসিম মৃধা কাউকে তোয়াক্কা না করে, দীর্ঘদিন ধরে জমি জমার বিরোধ নিয়ে বহুবার সালিশ মিমাংসার জন্য বিগত দিনে উভয় পক্ষের সম্মতিতে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মুসা খাঁন এবং শাহাবুদ্দিন সিকদার, হাকিম খান, ইব্রাহিম খান ও মালেক মাস্টারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি সালিসি মিমাংসা করেন।
জসিম মৃধা প্রথমে সালিশ গণের সিদ্ধান্ত মানলেও পরবর্তীতে কোর্টে গিয়ে স্থানীয় ইউপি সদস্য সহ সালিশ গণের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দায়ের করে, এমনটাই দাবি করছে স্থানীয় শালিশগণ ইউপি সদস্যসগ সহ স্থানীয়রা। এই মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জসিমের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানিয়েছেন তারা।