জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী সদর উপজেলার ৮ নং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম রেজা আজিজকে গ্রেফতার করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ।

পটুয়াখালী ডিবি পুলিশের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, বৃহষ্পতিবার সন্ধ্যার পর সাড়ে ৭ টার দিকে পক্ষিয়া এলাকা থেকে মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (৯ নং ওয়ার্ডের মেম্বর) শামীম রেজা আজিজকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এ প্রতিনিধিকে জানান। তাকে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।