জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবীতে আসন্ন ১৫ নভেম্বর শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে পটুয়াখালীতে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুমা হেতালিয়া বাঁধস্থ পটুয়াখালী জেলা মারকাজ মসজিদ এর সামনের মহাসড়ক থেকে জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আয়োজনে গণমিছিল শুরু হয়। মিছিলটি দীর্ঘ প্রায় দুই কিঃ মিঃ মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের প্রবেশ মুখ বড় চৌরাস্তার মোড়ে গণ জমায়েত করে। 

জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মাওঃ আব্দুল হক কাউসারী এর সভাপতিত্বে ও ছাত্র জমিয়তের সেক্রেটারী মোঃ ত্বহা বাকী বিল্লাহ এর পরিচালনায় গণজমায়তে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাওঃ আব্বাস আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা মাওঃ আবুল কাসেম, জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি মাওঃ মোতাহার উদ্দীন, সহ-সভাপতি মাওঃ আব্দুল আউয়াল, সদস্য মাওঃ মুফতী আবুল বশার কাসেমী, পৌর কমিটির সভাপতি মাওঃ আবু বকর, সাধারণ সম্পাদক মাওঃ শাব্বির আহমাদ। 

গণাজমায়তে বক্তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবী করেন এবং ১৫ নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার জন্য সর্বস্তরের মুসলিম উম্মার প্রতি আহবান জানান। 

উক্ত দাবী বাস্তবায়নে দোয়া মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন পটুয়াখালীর সমন্বয়ক মাওঃ ওবায়দুল্লাহ ফারুক।