জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীর বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলীপ এর মাতা মরহুম নুর হোসেন সিকদার এর সহধর্মীনী ফিরোজা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার (৬ নভেম্বর) বাদ জোহর মিঠাপুকুর পাড় এলাকায় মরহুম ফিরোজা বেগমের জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমার ছোট ছেলে এস.এম. মাসুদ।
উল্লেখ্য, শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ এর মাতা ফিরোজা বেগম বুধবার রাত ১১টা ২০ মিনিট এর সময় বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ বহু নাতি- নাতনী, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।