জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী সদর উপজেলার ১০ নং মরিচবুনিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচনে ভোটার উপস্থিতির হার বৃদ্ধির জন্য অস্থায়ী ভোট কেন্দ্র ৮৬ নং দক্ষিন বরুনবাড়িয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করে ঘনবসতি এলাকার উত্তর পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নং ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভোট কেন্দ্র স্থাপনের দাবী উঠেছে। 

মরিচবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন প্যাদা অস্থায়ী ভোট কেন্দ্র ৮৬ নং দক্ষিন বরুনবাড়িয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করে ঘনবসতি এলাকা উত্তর পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নং ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থাপনের দাবীতে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসে লিখিত আবেদন করেছেন। 

 তিনি আবেদনে উল্লেখ করেছেন, ৮৬ নং দক্ষিন বরুনবাড়িয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ২ নং ওয়ার্ডের দক্ষিন প্রান্তে নদীর তীরে অবস্থিত। এ কেন্দ্রটি অধিকাংশ ভোটার এলাকা তাফালবাড়িয়া থেকে প্রায় তিন কিঃ মিঃ দূরত্বে এবং বিদ্যালয়টির মাঠ খুবই ছোট। এ কেন্দ্রটিতে পুরুষ ও মহিলা ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দেয়ার পরিবেশ নাই। কেন্দ্রটির স্পেস কম থাকার কারনে প্রতি বছর ভোটার সাধারণের মধ্যে মারামারির ঘটনা ঘটে, ফলে ভোটার উপস্থিতি খুবই কম থাকে। দীর্ঘ তিন কিঃ মিঃ পথ হেটে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটনদিতে ইচ্ছুক নয়। 

সঙ্গত কারনে উক্ত অস্থায়ী ভোট কেন্দ্রটি পরিবর্তন করে ঘনবসতি এলাকার উত্তর পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নং ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভোটকেন্দ্র স্থাপন করা একান্ত প্রয়োজন এবং সময়ের দাবী। 

উল্লেখ্য, উত্তর পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নং ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাফালবাড়িয়া ও বরুনবাড়িয়ার মাঝখানে অবস্থিত। এ বিদ্যালয়টি ভোটকেন্দ্র স্থাপিত হলে ৮০ থেকে ৯০ পার্সেন্ট ভােটার উপস্থিত হয়ে ভোট দিতে পারবে বলে আবেদনকারীসহ এলাকার সচেতন ভোটার সাধারণ মনে করছেন। 

এ ব্যাপারে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান জানান, “সরজমিনে উক্ত কেন্দ্রটি পরিদর্শন করে নীতিমালা অনুযায়ী অস্থায়ীভাবে নির্ধারন করা হয়েছে।  এখন ভোট কেন্দ্র পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন।”