জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রথম নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি মাঠে কমলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
প্রথম নির্বাচনী প্রচার সভায় দুপুর থেকেই কমলাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ ধানের শীষ প্রতীক হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়ে প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন “একটি দল তাদের কর্মীদের বাসায় পাঠিয়ে জায়নামাজে দাঁড়িয়ে ভোট চাচ্ছে এবং বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নবী পাবে” এভাবে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এ বিভ্রান্তির জবাব জনগণের ভোটের মাধ্যমেই দেব।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন সহজ হবে না। তাই সবাইকে শহীদ জিয়ার, খালেদা জিয়ার ও তারেক রহমানের ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ১৫ বছরে আমরা যা করতে পারিনি, তা আমাদের তরুণ প্রজন্ম করেছে, তারা ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে। তাদের সঙ্গে দেশের কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর সেই শক্তিই একদিন গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা যুবদল এর সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় ধানের শীষের পক্ষে মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সভাস্থল।