সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল পটুয়াখালী সদর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয়তাবাদী গণজাগরণ দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি আকাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ সোবাহান হাওলাদার (সুজন) এর স্বাক্ষরকৃত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক পদে রয়েছেন মোঃ ইমরান হোসেন। যুগ্ম আহবায়ক পদে রয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন (বাচ্চু), মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ শাহিন হাওলাদার, মোসাঃ শিউলি পারভিন, রিনা বেগম, সনিয়া আক্তার, ফাতিমা আকতার, মোসাঃ মাসুমা বেগম, মোঃ কাওছার, শাহনাজ, জেসমিন আক্তার, তহমিনা, মোসাঃ রিনা ও মোসাঃ সুনয়না।

কমিটিতে সদস্য সচিব হিসেবে মোঃ কামাল মৃধাকে অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও সদস্য পদে রয়েছেন মোঃ হুমায়ুন কবির মৃধা, মোঃ আব্বাস মৃধা, মোসাঃ ইতি, ফাতেমা বেগম, তহমিনা বেগম, ফাতেমা আক্তার, রুশিয়া বেগম, মোঃ কাওছার, জেসমিন আক্তার, সাথী আক্তার, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মনসুর হেলাল (সাদ্দাম) ও মোসাঃ লামিয়া আক্তার।

চিঠিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি জেলা বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত আহবায়ক সৈয়দ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ কামাল মৃধা সহ অন্যান্য সদস্যগণ সাউথ বিডি নিউজ ২৪-কে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি সহযোগী সংগঠন। বিএনপির আদর্শ ও নীতিকে বুকে ধারন করে এবং মানুষের আশা আকাঙ্খাকে সামনে রেখে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ২০২২ সালের ১১ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিপি) আত্মপ্রকাশ করে এবং বিএনপির আদর্শ ও নীতিকে ধারণ করে এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্খাকে সামনে রেখে সংগঠনটি কাজ করে যাচ্ছে।