জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী -১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মঙ্গলবার সকালে আলতাফ হোসেন চৌধুরী তার সমর্থক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন বঞ্চিত পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে দুই নেতা শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ- বিদ্বেষ ভুলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পরামর্শকে ধারন করে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি উভয় নেতা আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপির অন্যতম নেতা পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্নাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মনোনয়নপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী সকাল ১১ টায় তার নিজস্ব পটুয়াখালী শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। ত্যাগী ও কর্মীবান্ধব এবং যোগ্য নেতা নির্বাচনে মনোনয়ন পাওয়ায় সবাই খুশী।
আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপ্রাপ্ত হয়ে প্রথম নির্বাচনী সভা আজ মঙ্গলবার কমলাপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধার নেতৃত্বে আয়োজিত ধানের শীষের বিশাল সভায় যোগদান করেন।