সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
উল্লেখ্য, আলতাফ হোসেন চৌধুরী তার কর্মজীবন শুরু করেন পাকিস্তান বিমান বাহিনীর একজন যোদ্ধা পাইলট হিসেবে এবং ড্যাসল্ট মিরাজের প্রধান পাইলট হিসেবে যোগ্যতা অর্জন করেন। ১৯৭১ সালে তিনি একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন স্কোয়াড্রন লিডার হিসেবে। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি পাইলট প্রশিক্ষণ স্কুলের একজন প্রশিক্ষক ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন।
এরপর ১৯৯৫ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। বিএনপি সরকারের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে চৌধুরী পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান মিয়া’র কাছে পরাজিত হন। আলতাফ হোসেন চৌধুরী ২০১৬ সাল থেকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।