মোঃ মহিউদ্দিন, ভোলা: ভোলার ইলিশা – লক্ষ্মীপুর লঞ্চঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস. আই তাজিমের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নবেম্বর) দুপুর ১২টার দিকে এস.আই তাজিমের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা-লক্ষীপুর লঞ্চ ঘাট থেকে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে কে বা কারা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। তখন পুলিশ ঘটনা স্থলে পাওয়া ব্যাগের ভেতর গাঁজা দেখতে পেয়ে উদ্ধার করে। তাই কাউকে আটক করতে পারে নাই। পরে পুলিশ গাঁজা উদ্ধার করে ইলিশা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই তাজিম জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।”