রিপন মালী, বরগুনা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনা’র উদ্যোগে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেক্টরে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতের সেবার মান উন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২ টায় হোটেল বে অব বেঙ্গলে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মনির হোসেন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসিজি গঠন সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক হাজী মো: হারুনর রশীদ।

সভায় টিআইবি ও সনাক এর পরিচিতি এবং এসিজি’র কার্যক্রম ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মো: নাজমুল হোসেন খান, এরিয়া কোঅর্ডিনেটর-সিই, টিআইবি,বরগুনা সনাক। সভায় স্থানীয় নাগরিকদের সমন্বয়ে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১১ সদস্য বিশিষ্ট এসিজি কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্য হলেন, শাহানাজ পারভীন, রিপন মালী, মোঃ সাইদুল ইসলাম নাঈম, মোঃ নুরুল হুদা খান শুভ, মোসাঃ খাদিজা, জহিরুল ইসলাম, মোঃ মুসফিক সালেহীন, লাকুম, তৃষ্ণা রানী, আরতি রায় ও মো: রাকিবুল ইসলাম রাব্বি।

উপস্থিত এসিজি সদস্যগণ পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে এসিজি’র সমন্বয়ক হিসেবে সাইদুর রহমান নাঈম, এবং সহ-সমন্বয়ক রিপন মালী ও আরতী রায় নির্বাচিত হয়।

কমিটি গঠন শেষে উপস্থিত সদস্যবৃন্দ তাদের নিজ নিজ অভিব্যাক্তি ব্যক্ত করেন। নির্বাচিত এসিজি সদস্যগণ স্বেচ্ছায় দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি মনির হোসেন কামাল। এসিজি গ্রুপ গঠন সভায় সনাক সভাপতি মনির হোসেন কামাল নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কমিটি গঠন সভার সমাপ্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সনাক এর বরগুনার এরিয়া কো-অর্ডিনেটর মো: নাজমুল হোসেন খান।