সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়নের ছালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ বেল্লাল মাদবর এর হত্যাকারীদের বিচারের দাবীতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন, শিক্ষক মাওলানা মোঃ আবু তালেব, মাওলানা মোঃ সুলতান, মোঃ শাহজাহান মৃধা, মোঃ মনোয়ার হোসেন মৃধা, মোঃ রফিক বিশ্বাস, মোঃ শহীদ মোল্লা ও মোঃ সুমন চৌকিদার। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল আউয়াল ও মোঃ রুবেল মৃধা।
মানববন্ধনে বক্তারা এটিকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট রবিবার সকালে মরিচবুনিয়া ইউনিয়নের ছালেহিয়া দাখিল মাদ্রাসার একটি শ্রেণি কক্ষ থেকে বেল্লাল (২৫) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ 








