০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে বরগুনার তালতলীর দু*র্ধ*র্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র‌্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ অক্টোবর ২০২৫ইং তারিখ সময় আনুমানিক ১৯.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে বরগুনা জেলার তালতলী থানাধীন তালতলী বন্দর জনৈক কালাচান এর মুদি দোকানের সামনে হতে ডাকাতী মামলার পলাতক আসামী নুর মোহাম্মদ হাওলাদার (৩৪) দেনছের আলী হাওলাদার, ঠং পাড়া, থানা-তালতলী, জেলা-বরগুনা‘কে গ্রেফতার করে।

উল্লেখিত ঘটনা সংঘটিত হওয়ার পর হতে বর্নিত ঘটনায় জড়িত আসামী পলাতক ছিল। ঘটনার বিবরনে জানা যায় বাদী পেশায় গৃহিনী। বাদীর স্বামী একজন প্রবাসী (মালেয়শিয়া)। বাদী ঘটনাস্থল বরগুনা জেলার তালতলী থানাধীন ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া সাকিনস্থ উত্তর ভিটির টিনসেড বসত ঘরের মধ্যে বৃদ্ধ শ্বশুড়-শ্বাশুড়ি নিয়ে বসবাস করে আসছে।

ঘটনার দিন ইং-২৬/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় বাদী তার শ্বশুর শ্বাশুরীকে নিয়ে রাতের খাবার খাইয়া বাদীর বসত ঘরের পাটাতনের উপরে বাদীর মেয়ে নাহিদা নিশি (২৩) কে নিয়ে ঘুমিয়ে পড়েন। উক্ত তারিখ দিবাগত রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় ঘরের মধ্যে ডাক চিৎকার ও দরজা জানালা খোলার শব্দ শুনতে পেয়ে বাদী ঘুম হতে জেগে তার রুমের দরজা খোলা মাত্র আসামী সাগরসহ অজ্ঞাতনামা আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র এর ভয়ভীতি দেখিয়ে পাটাতনের উপরে বিছানার নিচে থাকা ২, ৯৪,০০০/- (দুই লক্ষ চুরানব্বই হাজার) নগদ টাকা, স্বর্নালংকারাদী ও মোবাইল ফোনসহ সর্বমোট মোট ১১, ৪২, ৬৩৭ (এগোর লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শত সাতত্রিশ) টাকার মালামাল ডাকাতী করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় মোসাঃ মনিকা বেগম বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।

Tag:
আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর টাউন বহালগাছিয়া সঃ প্রাঃ স্কুলে চিত্রাংকন ও স্কুল ফিডিং অনুষ্ঠিত 

error: Content is protected !!

র‍্যাবের অভিযানে বরগুনার তালতলীর দু*র্ধ*র্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

আপডেট সময়: ০৩:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র‌্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ অক্টোবর ২০২৫ইং তারিখ সময় আনুমানিক ১৯.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে বরগুনা জেলার তালতলী থানাধীন তালতলী বন্দর জনৈক কালাচান এর মুদি দোকানের সামনে হতে ডাকাতী মামলার পলাতক আসামী নুর মোহাম্মদ হাওলাদার (৩৪) দেনছের আলী হাওলাদার, ঠং পাড়া, থানা-তালতলী, জেলা-বরগুনা‘কে গ্রেফতার করে।

উল্লেখিত ঘটনা সংঘটিত হওয়ার পর হতে বর্নিত ঘটনায় জড়িত আসামী পলাতক ছিল। ঘটনার বিবরনে জানা যায় বাদী পেশায় গৃহিনী। বাদীর স্বামী একজন প্রবাসী (মালেয়শিয়া)। বাদী ঘটনাস্থল বরগুনা জেলার তালতলী থানাধীন ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া সাকিনস্থ উত্তর ভিটির টিনসেড বসত ঘরের মধ্যে বৃদ্ধ শ্বশুড়-শ্বাশুড়ি নিয়ে বসবাস করে আসছে।

ঘটনার দিন ইং-২৬/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় বাদী তার শ্বশুর শ্বাশুরীকে নিয়ে রাতের খাবার খাইয়া বাদীর বসত ঘরের পাটাতনের উপরে বাদীর মেয়ে নাহিদা নিশি (২৩) কে নিয়ে ঘুমিয়ে পড়েন। উক্ত তারিখ দিবাগত রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় ঘরের মধ্যে ডাক চিৎকার ও দরজা জানালা খোলার শব্দ শুনতে পেয়ে বাদী ঘুম হতে জেগে তার রুমের দরজা খোলা মাত্র আসামী সাগরসহ অজ্ঞাতনামা আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র এর ভয়ভীতি দেখিয়ে পাটাতনের উপরে বিছানার নিচে থাকা ২, ৯৪,০০০/- (দুই লক্ষ চুরানব্বই হাজার) নগদ টাকা, স্বর্নালংকারাদী ও মোবাইল ফোনসহ সর্বমোট মোট ১১, ৪২, ৬৩৭ (এগোর লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শত সাতত্রিশ) টাকার মালামাল ডাকাতী করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় মোসাঃ মনিকা বেগম বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।