• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাথরঘাটার হ*ত্যা চেষ্টা, বি*ষ্ফো*রক আইন ও দ্রুত বিচার আইন মামলার পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রে*ফতার দন্ডপ্রাপ্ত পলাতক ডা*কাত সর্দার রুম্মান র‍্যাবের হাতে গ্রে*ফতার বরগুনার তরুণ প্রজন্মের সফলতার গল্প: জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্য দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা দুমকিতে ছাত্রদল আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হ*ত্যা মামলার প্রধান আসামী কসাই আল আমিন গ্রেফতার বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী পৌর পার্ক উদ্বোধন  মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে গ্রে*ফতার “আমি অনুরোধ করবো কেউ শক্তি দেখাইয়েন না, তার প্রমাণ হলো ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়”- ড. মাসুদ বাউফলে পৌর ছাত্রদল নেতা ফাহাদের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

সবুজ ছাতিম রোপণের মধ্য দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা

পটুয়াখালী প্রতিনিধি: / ১৭৮ বার পড়া হয়েছে
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

পটুয়াখালী প্রতিনিধি: বহুমুখী উপকারী ছাতিম গাছ রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালী নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জেলায় তাঁর দায়িত্বকালীন প্রথম কর্মদিবস শুরু করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছটি রোপণ করেন তিনি। পরে ট্রেজারী শাখা পরিদর্শনের পূর্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন।

এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামরুল হাসান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নতুন জেলা প্রশাসক জেলার টেকসই উন্নয়ন, সবুজায়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ছাতিম গাছকে শান্তি, স্থায়িত্ব ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ধরা হয়। এর ঘন সবুজ পত্ররাজি পরিবেশকে শীতল রাখে, বায়ুদূষণ কমায় এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলে। পাশাপাশি ভেষজ গুণাগুণের কারণে ছাতিম গাছ চিকিৎসা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব বহন করে।

ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে পিএইচডি ও পোস্ট-ডক সম্পন্ন করেছেন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাতিম গাছ রোপণের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।


আরও খবর পড়ুন: