সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আলিপুর-মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১টার দিকে মহিপুর থানাধীন আলিপুর-মহিপুর এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ট্রলিং বোট থেকে সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। পরে গ্রেফতারকৃত জেলেসহ বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ সময় জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আর্টিসনাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরা সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদকে হুমকির মুখে ফেলে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সরকার বিভিন্ন সময়ে অভিযানের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম দমন করে আসছে। স্থানীয় জেলে সমাজের সচেতন মহল এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।