জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এর সুস্থতা কামনায় পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের এক দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর জেলা মডেল মসজিদে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবুর আয়োজনে দোয়া মিলাদ পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম কলেজের সাবেক জিএস আঃ রাজ্জাক, সহ-সভাপতি বাবুল ইসলাম, মীর কাসেম ও আঃ হালিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান শিকদার, ১ নং সদস্য জাহাঙ্গীর মীর, ও সদর উপজেলা শ্রমিক দল নেতা হাবিবুর রহমান সহ জেলা, থানা ও পৌর শাখা কমিটির বিপুল সংখ্যক নেত-কর্মী।
এ দোয়া মিলাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতাও কামনা করা হয়।