জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী।
আজ সোমবার বেলা ১১ টায় টাউন জৈনকাঠি আউড়া পুল নামক স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দীর্ঘ দুই কিঃ মিঃ এরও বেশী পথ প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এসে মিছিল শেষ করে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরাসহ এলাকার তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন নিহত তুহিনের শোকাহত বাবা কালাম হাওলাদার, মা মনি বেগম, স্ত্রী সুুখি বেগম, এলাকাবাসীর পক্ষে মোঃ মাহফুজ, আলম সরদার, মোঃ ইসা, মুক্তা বেগমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত দুই সেপ্টেম্বর (চলতি মাসের) তুহিন হত্যাকান্ড ঘটার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। আসামীদের দ্রুত গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত পহেলা সেপ্টেম্বর বিকেলে দেড় লক্ষ টাকা নিয়ে তুহিন বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন রাতে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর নিহত তুহিনের বাবা কালাম হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় আল আমিন বয়াতী ওরফে কসাই আল আমিন(৩১)সহ তিনজন আসামীর নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-৭, তারিখঃ ০৪.০৯.২০২৫ইং।