সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫, কক্সবাজার এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ০৭/০৯/২০২৫ইং তারিখ ২০.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ ইব্রাহিম(২০), পিতা- মোঃ ইউনুছ, মাতা-শামিনা আক্তার সাং উল্টাখালী থানা সদর জেলা কক্সবাজার’কে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন বিপিনপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে জানা যায়, বাদী রিয়াজ উদ্দিন (৪৫) একজন সিএনজি চালক এবং তার ছেলে ভিকটিম মোঃ সোহেল (১৭) একজন টমটম রিক্সা চালক। জীবিকার তাগিদে বাদীর ছেলে ভিকটিম গত ০২/০৮/২০২৫ তারিখ সকাল বেলা প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি হতে বের হয়ে গেলেও সে ঐদিন রাতে বাড়িতে ফিরে আসে নাই। সন্ধ্যা অব্দি বাদীর ছেলে বাড়ি ফিরে না আসায় বাদী ও তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ভিকটিমকে পায়নি। সর্বশেষ ইং ০৩/০৮/২০২৫ তারিখ সকাল বেলা বাদী সংবাদ পায় যে, বাদীর ছেলে মৃত অবস্থায় রামু থানাধীন রশিদনগর ইউপির ০৮নং ওয়ার্ডের উল্টখালী সাকিনস্থ আব্দুল রহমান এর বাড়ির পূর্ব পাশের নালায় পড়ে আছে। বাদী তাৎক্ষনিক তার পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের রক্তাক্ত নিথর দেহ নালার পানিতে ভেসে আছে দেখতে পায়। বাদী তার ছেলের মৃতদেহ দেখতে পেয়ে নিকটস্থ রামু থানায় জানালে রামু থানার পুলিশ ভিকটিমের লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন যাহা কক্সবাজার জেলার রামু থানার মামলা নং-১৫ তারিখ-০৪/০৮/২০২৫ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।