• শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে আলোচিত ডাচ বাংলা ব্যাংক বুথের দ*স্যুতার মূল হোতা জিহাদ সরদার গ্রে*ফতার পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন  পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত বাউফলে চেয়ারম্যান পরিবহন পুকুরে পরে আ*হ*ত-১০ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত বাউফলে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন উত্তর শ্রীরামপুর মাঃ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জিএম সাইদুর রহমান (শাহজাদা) পবিপ্রবি ক্যাম্পাসে র‍্যাগ ডে অনুষ্ঠিত, বিদায়ের আবেগ আর স্মৃতির রঙিন ছোঁয়ায় উদ্ভাসিত শিক্ষার্থীরা

পটুয়াখালীতে আলোচিত ডাচ বাংলা ব্যাংক বুথের দ*স্যুতার মূল হোতা জিহাদ সরদার গ্রে*ফতার

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১০৯ বার পড়া হয়েছে
Update : শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী শহরের আদালত পাড়া বড় মসজিদ সংলগ্ন আলোচিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দস্যুতা ও একাধিক চুরির মামলার মূল হোতা ও দুর্ধর্ষ চোর জাহিদ সরদার (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২০ আগস্ট বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৩ টার দিকে বুথে দায়িত্ব পালনকালে সিকিউরিটি গার্ড মোঃ মজিবুর রহমান সিকদার(৫৫) কে হাত বেঁধে ও মুখ ঢেকে এলোপাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এতে তার কাঁধের হাড় ভেঙে যায়, বাম চোখ ও মাথায় গুরুতর করে তাকে পুরাতন আদালত ভবনের বারান্দায় ফেলে রেখে দুর্বৃত্তরা বুথের এটিএম ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে মনিটরসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়।

ভিকটিম মজিবুর রহমান নিজ উদ্যোগে মায়ো ক্লিনিকে গিয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ উপস্থিত হয়ে আত্মীয়-স্বজনের সহযোগিতায় ২৫০ শয্যা বিশষ্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ আহম্মেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলা নং -৪০। পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশনায় সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান এবং প্রযুক্তির সহায়তায় ১৯ আগস্ট মৌকরণ বাজার এলাকা থেকে জাহিদ সরদার (২৮) কে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে সিসিটিভির মনিটর ২টি, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ১টি, দস্যুতার কাজে ব্যবহৃত শাবল ২টি, লুন্ঠিত নগদ ৫০০০ টাকা ও ঘটনার সময় আসামীর ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জেলার বিভিন্ন এলাকায় একাধিক দস্যুতা ও চুরির কথা স্বীকার করেছে।

সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর জানান, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে বাকি সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর