জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. ইউছুফ হোসেন এক আদেশে মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরীকেসহ মামলার অপর ১৩ আসামীকে অব্যাহতি দিয়েছেন।
মামলার আদেশ ঘোষনার পর আসামী পক্ষের আইনজীবীরা ও আলতাফ হোসেন চৌধুরী তাদের প্রতিক্রিয়ায় জানান, এটি ছিলো উদ্দেশ্য প্রনোদিত একটি মিথ্যা ও হয়রানীমূলক মামলা। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের নেতাদের চাপের কারনে মামলাটি করা হয়েছিলো। বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় ন্যায় বিচার পেয়ে তারা সন্তুষ্ট।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর গ্রামে আলতাফ হোসেন চৌধুরীর হুকুমে অন্যান্য আসামীরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে কুপিয়ে জখম করেছে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ চৌধুরী, এনিয়ে বিভিন্ন স্থানের বিভিন্ন মামলায় বিভিন্ন আদালতে ৮০০ বার হাজিরা দিয়েছেন। আজ বৃহষ্পতিবার ৮০১ তম হাজিরা দিয়েছেন বলে মামলা থেকে খালাস পাওয়ার পর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান আলতাফ হোসেন চৌধুরী।