জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম (নূর) এর সভাপতিত্বে ও সেক্রেটারী কে. এম. তামিমের উপস্থাপনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাড. নাজমুল আহসান, ঢাকাস্থ সিইও, ল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার সিইও এ্যাড. মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্ঠা অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির সরকার ও ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক সোহেল রানা।
আরও বক্তব্য রাখেন অভিভাবক হাফেজ মু. আলমগীর হোসেন, শিক্ষক মো. নাসির উদ্দিন, মেধাবী শিক্ষার্থী আবিদ আন নাহিয়ান, জাহিদ, বৃষ্টি ও হুমায়রা বিনতে হাবিব।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অতিথিবৃন্দ ৩৫০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।