জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টিম প্রধান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবিএম মুকুল, টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম এবং টিম সদস্য ও সাবেক জাসাস নেতা আঃ কাইয়ুম মৃধা।
এসময় জেলা ও উপজেলা বিএনপিসহ অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনায় এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এ কার্যক্র চলমান থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ।