• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা 

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ / ২৪৯ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান টোটনকে বাউফল উপজেলার নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানকে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশের সঞ্চালনায় কুরআন তেলোয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। তিনি বলেন, ‘নতুন নেতৃত্বকে কেন্দ্র করে বাউফল উপজেলায় সবাইকে সাথে নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চাই’।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, ‘প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নতুন নেতৃত্ব গঠনে মনোনিবেশ করা হবে। যারা প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় রয়েছে তাদেরকেই দলে স্থান দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার শোয়েব আহমেদ হাবলু ও আনিচুর রহমান আনিচ সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা জেলার সংগঠনকে নতুন করে সাজাবেন বলে আমরা বিশ্বাস করি’। এবং বাউফলে যাতে কোনো কোন্দল না থাকে ও একসাথে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর পড়ুন: