জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবী আদায়ে সারাদেশে একযোগে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতেও ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহষ্পতিবার (২২ মে) পটুয়খালী প্রেসক্লাবের সামনে জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ- সভাপতি গাজী শহীদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানববন্ধনে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের সংগঠন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। সমিতির পক্ষে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি লোহালিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মশিউর রহমান রেজা মিয়া, সদস্য বখতিয়ার উদ্দিন মুরাদ, কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র বণিক ও মো. ফিরোজ আহম্মেদ প্রমুখ।
বক্তারা অবিলম্ভে ঔষধ ব্যবসায়ীদেরসহ জনগনের স্বার্থে ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা, মেয়াদ উত্তীর্ন ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করাসহ চার দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর আহবান জানান।
মানববন্ধনে দুইশতাধিক ঔষধ ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।