1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিএনপির শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিদ্যালয়ের নতুন ভবন কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বাউফলে ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন সহ অর্থ বিতরণ করলেন ইউএনও সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদারবুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চারা বিতরণ ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১’লা মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শভাযাত্রা শেষ হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবহ হয় না।’

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মো. জুয়েল রানা, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল মোহাম্মদ সেলিম মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান, সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ, শ্রমিক দল সভাপতি জায়েদুর রহমান খান বাবু, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ ধর্মঘটে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট