1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবী ৬ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শিক্ষার্থীরা বলেছে—দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে।

আজ রবিবার সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক পথ প্রদক্ষিন করে কেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে উক্ত ৬ দফা বাস্তবায়নে জোর দাবী জানিয়ে বক্তৃতা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইভান, ঊর্মি মীম, আশরাফুল আলম মিরাজ, মোঃ ইমনসহ অনেকে।

মোঃ ইভান বলেন, “আমরা মানসম্মত শিক্ষা চাই, শিল্প প্রশিক্ষণের নিশ্চয়তা চাই। এসব না থাকলে চাকরির বাজারে টিকে থাকা কঠিন। তাই আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

ঊর্মি মীম বলেন, “ল্যাব সরঞ্জামের অভাবে আমরা সঠিকভাবে প্র্যাকটিক্যাল শিখতে পারছি না। একজন শিক্ষার্থী হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক।”

আশরাফুল আলম মিরাজ বলেন, “ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে যদি সরকার এখনই পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনেট কর্মসূচিতে যাবো।”

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন। প্ল্যাকার্ড হাতে তারা ‘ছয় দফা মানতে হবে’, ‘আমরা ন্যায্য অধিকার চাই’সহ বিভিন্ন দাবি তুলে ধরে।

উল্লেখ্য, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা একই দাবিতে একযোগে সারাদেশে এ আন্দোলন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট