• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ওরেয়েন্টেশন সভা অনুষ্ঠিত গৌরনদীতে জামায়াত যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস পালন মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২০টি প্রাথমিক স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতির সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত পটুয়াখালী পৌরসভায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে  মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সৌজন্য সাক্ষাত  “জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত”-ড. শফিকুল ইসলাম মাসুদ

“নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ / ১৪২ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রধান তিনটি সড়কের দ্রুত সংস্কারের দাবিতে “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্ত”‘ প্লাকার্ড লিখে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল ) বেলা ১১টার দিকে মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান।

এছাড়াও মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মো. ইমন মাতুব্বরের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হাসান খান, মদনপুরা ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রায়হান হোসেন, মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঈম মৃধা, রবিউল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাঝপাড়া ৩নং ওয়ার্ডের প্রধান তিনটি সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কগুলো দিয়ে প্রতিদিন যাতায়াত করে দুইটি কলেজ, একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি বাজারে।

মানববন্ধনে বক্তারা জানান, দশ বছর আগে এই রাস্তা নির্মাণ করা হলেও কখনও কোনো সংস্কার করা হয়নি। নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। পরে স্থানীয় জনগণ মাটি দিয়ে গর্ত ভরাট করে কোনো রকমে চলাচল চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে রাস্তাগুলোর অবস্থা এতটাই নাজুক যে, তা মরণফাঁদে পরিণত হয়েছে।

রাস্তার বেহাল দশার কারণে ধুলাবালির কারণে সাধারণ মানুষ শ্বাসকষ্টে ভুগছে। বৃষ্টি হলে রাস্তায় মাছ চাষ করা যায় এবং কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোগান্তি পোহাচ্ছেন। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণ আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ধুলাবালির কারণে নানা রোগব্যাধি দেখা দিয়েছে। এত অভিযোগের পরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, যা দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর