• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ’র ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৪৬ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বরিশাল রেঞ্জ’র ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম এর আগমন উপলক্ষে পটুয়াখালীতে জেলা পুলিশ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারী) বেলা ১১টায় পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসানের সঞ্চালনায় মতবিনিময়সভায় বরিশাল রেঞ্জ’র ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘দেশের উন্নতি ও পুলিশ প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল করতে সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে দেশের উন্নতির জন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতায় আগামী দিনে পুলিশ প্রশাসন আরও কার্যকরীভাবে জনগণের কল্যাণে ও সেবায় দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, ‘‘পুলিশের কাজ শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা করা নয়, জনগণের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে কাঙ্খিত সেবা নিশ্চিত করা আমাদের পুলিশের লক্ষ্য।”

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বাইজীদ পান্না মিয়া, জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জামায়াতের আমীর এ্যাড. মো.নাজমুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, বাস মালিক সভাপতি বশির মৃধা, সাধারণ সম্পাদক নাসির খন্দকার, ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সধারণ সম্পাদক উত্তম কুমার দাস, তাবলীগ নেতা মোঃ আল-আমিন খান, স্বর্ণ ব্যবসায়ী সুবল কর্মকার, ইসকন নেতা আহ্লাদ গোবিন্দ দাস ও অন্যতম সমন্বয়ক সাগর চৌধুরী প্রমুখ।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর পড়ুন: