1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

বরিশাল হাতেম আলী কলেজে দ্বাদশ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে কলেজগামী বিশেষ করে শ্রেনীতে পাঠগ্রহনের উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের দ্বাদশ শ্রেনীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. নাজমুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। আরও বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মঈনুল হোসেন ও মো. সাহাবুদ্দিন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, জালাল উদ্দিন আহমেদ, সাহানা খানম, কাজী জাহাঙ্গীর হোসেন ও মো. মনিরুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করনে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশী। শিক্ষার্থীরা কলেজে ৪/৫ ঘন্টা থাকে, দিন-রাতের বাকি সময় থাকে বাবা, মাসহ অভিভাবকদের কাছে। এজন্য বেশী সময় ছেলে-মেয়েদেরকে পড়াশুনার টেবিলে রাখার দায়িত্ব অভিভাবকদের। ছেলে-মেয়েরা কলেজে এসে শ্রেনীতে পাঠগ্রহন করে কি-না, তারও খোঁজ খবর নিতে হবে অভিভাবকদের।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, “এ বছর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কঠোর নির্দেশনা রয়েছে টেস্ট পরীক্ষায় সব বিষয় উত্তীর্ন হতে হবে। এক বিষয়ও অনুত্তীর্ন হলে সে শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।” তাই, এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক হওয়ার আহবান জানান অধ্যক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট