মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন ”আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ”। বুধবার (৬ নভেম্বর) পটুয়াখালীর বাউফলে স্থানীয় পাবলিক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময়ে অতীতের ইতিহাস টেনে তিনি আরো বলেন, “এ দেশকে দূর্নীতি, ঘুষ, খুন, রাহাজানি, ধর্ষন, চাঁদাবাজী ও সন্ত্রাস রোধকল্পে ইসলামী বাংলাদেশের বিকল্প নেই।”
ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক-বরিশাল বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মোঃ কাজী গোলাম সরোয়ার, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা, মাওলানা মোঃ আবুল হাসান বোখারী সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা, মোঃ মাইনুল ইসলাম সহ-সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব, মোঃ ইমাম হোসেন সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলাসহ বাউফল উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।