1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে শ্মশান দিপাবলী পূজায় শত শত ভক্ত ও পূজারীদের সমাগম

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে শত শত পিতৃ-মাতৃ ও পতি ভক্তবৃন্দের সমাগমের মধ্য দিয়ে হিন্দু শ্মশান দিপাবলী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিবা-রাত্র পটুয়াখালী মহাশ্মশানে প্রতি বছরের ন্যায় এবছরও হিন্দু সৎকার, শ্মশান দিপালী, শ্যামা পূজা ও লোকনাথ বাবার কার্যকরী কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬ টায় পুরোহিত মহাশ্মশানের মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় ক্রিয়াদির মধ্য দিয়ে শ্মশান দিপাবলী পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ পূজা গভীর রাত পর্যন্ত চলে। এ সময় মহাশ্মশানে আগত শত শত ভক্ত ও পূজারীদেরকে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু সৎকার, শ্মশান দিপালী, শ্যামা পূজা ও লোকনাথ বাবার কার্যকরী কমিটির সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার, সহ-সভাপতি সুভাষ চন্দ্র বণিক, সহ-সভাপতি কাজল কুমার দাস, প্রচার সম্পাদক রাজীব পাইন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজল বরন দাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার দাসসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ভক্তরা তাদের স্বর্গীয় পিতা-মাতাসহ স্বজনদের আত্মার শান্তি কামনায় মঠসমূহে মোমবাতি, আগরবাতি, ধূপ প্রজ্জলন করে। এ ছাড়াও শ্মশানে বৃহষ্পতিবার শ্যামা পূজার আয়োজন করা হয়েছে বলেও মহাশ্মশান কমিটির সভাপতি সন্তোষ দাস জানান। এ সময় খিচুড়ি বিতরণ করা হবে বলে কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট