• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে মৃত স্বজনদের আত্নার শান্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলী অনুষ্ঠিত

সুনীল সরকার, পটুয়াখালীঃ / ১৫৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

সুনীল সরকার, পটুয়াখালীঃ মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী শ্মশান ঘাটে পালিত হয়েছে এই উৎসব। পটুয়াখালীর লোহালিয়া নদীর তীরে অবস্থিত ‘পটুয়াখালী মহাশ্মশান ঘাটে’ প্রতি বছর ভূত চতুর্দশী পূর্ণ তিথিতি মহাশ্মশান দীপাবলির লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ছুটে আসেন প্রিয় পূর্বপুরুষদের সমাধিস্থলে। প্রদীপ জ্বেলে প্রার্থনায় সরব হয়ে ওঠে শ্মশান ঘাট চত্বর। মা-বাবা কিংবা প্রিয় ব্যক্তি হারানো স্বজনরা কালি পূজোর আগের দিন শুভ লগ্নে ‘শ্মশান দীপাবলি উৎসবে’ মিলিত হয়। এ বছর ‘শ্মশান দীপাবলি উৎসবে’ আগত স্বজনদের মূল উদ্দেশ্য হচ্ছে, পরলোকে গমনকৃত স্বজনদের আত্মার শান্তি কামনা করা।

স্বজন স্বপন কর্মকার বলেন, আমার দিদাসহ অনেক স্বজন ও পূর্ব পুরুষ মারা-গেছেন। তাদের শান্তি কামনার জন্য শ্মশান দীপাবলি উৎসবে সামিল হয়েছি। এখানে বহু সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন মা কালির কাছে স্বজনদের আত্মার শান্তি কামনার প্রার্থনার জন্য।

যদিও সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও শশ্মানে অনেকেই দীপাবলির আয়োজন দেখতে আসেন। এদিকে প্রতিবছরের মতো এবারও স্বজনদের সমাধিতে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের জন্য স্বজনরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রায় ৫১ বছরের পুরনো এই মহাশ্মশানের অবস্থান। যেখানে আনুমানিক ৫ হাজারের মতো কাঁচা ও পাকা সমাধি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন শ্মশান কমিটির স্বেচ্ছাসেবকরা।

এদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা যারা দেশে থাকেননা সেসব মৃত ব্যক্তিদের সমাধিগুলোকে কমিটির পক্ষ থেকে আলাদা রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সমাধিগুলোতে শ্মশান কমিটির উদ্যোগে দীপাবলি উৎসবের দিন সন্ধ্যায় মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

আজ ধর্মীয় আচার বিধি মেনে মহাশ্মশানে “শ্মশান কালী” পূজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল দিবাগত রাতে কালীপূজা (শ্যামা পূজা) অনুষ্ঠিত হবে।


আরও খবর পড়ুন: