বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের তিন বছর মেয়াদী (জুন ২০২৪-জুন ২০২৭) ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ৬ অক্টোবর রোববার বাদ এশা মসজিদের সাবেক সভাপতি মোঝবাহ্ উদ্দিন ফিরোজ শরীফের উপস্থিতিতে ও কমিটির উপদেষ্টা জহির সাজ্জাদ হান্নান শরীফ’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে মো.বায়েজিদ শরীফকে সভাপতি ও গোলাম মোর্শেদ বুলবুল সাধারণ সম্পাদক, মাওলানা মোঃ আনোয়ারুল হক নিরুকে কোষাধ্যক্ষ এবং মোঃ বেলাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ হায়দার হাওলাদার, মোঃ আজিজুল হাওলাদার, মোঃ মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপু চৌকিদার, মিজানুর রহমান ফাইটার, মোঃ শামীম হাওলাদার, আমিরুল ইসলাম শরীফ, শরীফ মোঃ জসিম। যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নজরূল সরদার ও মোঃ জামাল হাওলাদার। সহ-ক্যাশিয়ার আঃ ওয়াহিদ মাসুম। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন শরীফ রুমান, মোঃ হানিফ খলিফা, মোঃ ইউনুস সরদার। প্রচার সম্পাদক মোঃ রাসেল খান। সহ-প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবু। দপ্তর সম্পাদক আলমাছ হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাজীব। মনিরুজ্জামান শরীফ টুটুল, মোঃ শফিক সরদার, মোঃ ফজলুল হক, মইন চোকদার, মো. জামাল উদ্দিন, বাবুল হাওলাদার, আবুল হাসানাত, মো. রেঝা-সহ আরো ৩২ জনকে কমিটির কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য করা হয়েছে।
একই সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভূইয়াকে কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।