1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

শীতকালীন সবজির রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় কৃষি উদ্যোক্তাদের করনীয়

সমীরণ বিশ্বাস, কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞঃ
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন জায়গায় শীতকালীন সবজি বা বারো মাসিক ফলন বা ফসলের গাছের (গোড়া- মূল কান্ড) ঢলে পড়া রোগের প্রকোপ পরিলক্ষিত হচ্ছে। এ রোগটি দেখা দিলে দ্রুত সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং বুঝে ওঠার আগেই জমির ফসল বিনষ্ট হয়। এ কারণে অনেক সময় চাষী ভাইয়েরা শঙ্কিত হয়ে পড়েন। টমেটো, বেগুন, মরিচ, আলুসহ প্রায় সব সবজি ফসলে ব্যাক্টেরিয়াজনিত ঢলে পড়া রোগ দেখা দেয়।

এ রোগের আক্রমণে শুরুতে গাছের উপরের দিকের কিছু পাতা নেতিয়ে পড়ে, দুয়েক দিনের মধ্যে পুরো গাছটি ঢলে পড়ে ও মারা যায়। এ রোগে গাছের শিকড়, মূল, কান্ড বা অন্য কোথাও কোনো পচন দেখা দেয় না। সাধারণত গাছের বাড়ন্ত অবস্থায় যখন ফুল ফল আসতে শুরু করে তখন রোগের আক্রমণ প্রকট হয়। ঢলে পড়া রোগের কার্যকরী কোন চিকিৎসা নেই। তাই স্প্রে না করে প্রতিরোধ ব্যবস্থা মেনে চলুন।

জমি তৈরী:
শুরু হচ্ছে সবজি চাষ মৌসূম। তাই এখনই আপনার জমির মাটি পরীক্ষা করুন এবং নিম্নের বিষয়গুলি বিবেচনায় রেখে সবজি চাষের জন্য আপনার জমি সঠিকভাবে তৈরী করুন। সবজি চাষের জমি তৈরীর এখনই সময়। সঠিক নিয়মে জমি তৈরী করলে আপনার সবজি ক্ষেত ঢলে পড়া রোগ থেকে বাঁচবে।

আক্রান্ত ফসল: বেগুন, টমেটো, মরিচ, আলু, শশা ইত্যাদি।

রোগের লক্ষন:
১. প্রথমে নিচের পাতা (বয়স্ক) হলুদ হয়ে মরা বা নিস্তেজ হতে শুরু করবে, ধীরে ধীরে ৪/৫ দিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে মরে যাবে।

২.কান্ড কাটলে ভেতরে বাদামী দাগ দেখা যাবে।

ঢলে পড়া রোগ থেকে বাঁচতে:
(১) সবজি চাষে শুরুতে মাটি শোধনের জন্য পরিমান মত চুন/ ব্লিচিং পাউডার ব্যবহার করুন।

(২) প্রতিরোধী জাত ব্যবহার করুন।

(৩) রোগমুক্ত বীজ ও চারা ব্যবহার করুন।

(৪) চারা লাগানোর পর ট্রাইকোডার্মা এবং কেঁচো সার ব্যবহার করুন।

(৫) এ রোগ দেখা দিলে ঐ জমিতে আর ঐ ফসল চাষ করা যাবে না।

(৬) অম্লীয় মাটিতে এ রোগ বেশি হয়। তাই ইউরিয়া এবং সালফার বেশি ব্যবহার করা যাবে না।

(৭) ফিউজারিয়াম জীবাণু মাটিবাহিত। এটি জমিতে বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে।

(৮) ২৫-৩০ ডিগ্রি তাপমাত্রায় Fusarium বেশি সক্রিয় হয়।

(৯) গাছ আক্রান্ত হলে বাতাসের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে। এছাড়া যন্ত্রপাতির মাধ্যমেও ছড়াতে পারে।

সবজির ফিউজারিয়াম বা ঢলে পড়া রোগ ব্যবস্থাপনায় প্রতিকারের তেমন কিছু নাই; তাই, আগে থেকেই সতর্ক থাকুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা মেনে চলুন।

সমীরণ বিশ্বাস, কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট