1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

“পটুয়াখালীতে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ -জেলা প্রশাসক

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা, ট্রাফিক সপ্তাহ এবং মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনী পটুয়াখালী’র সিও লেফটেন্যান্ট কর্নেল মোহসীন হাসান’ র প্রতিনিধি মেজর ফয়সাল, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মানবকন্ঠের প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আফরিন জাহান নিনা, সদস্য এখন টিভি’ র প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, নাগরিক টিভি’র প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সুমন, সাংবাদিক কামরুজ্জামান হেলাল, মোহনা টিভি’র প্রতিনিধি খোকন হাওলাদার সহ অন্যান্য সাংবাদিকগন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার সাংবাদিকসহ নিহত সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বির্নিমানে অর্ন্তবর্তীকালীন সরকারের সকল নির্দেশনা, কর্মবিধি ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন বিশেষ করে আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, বিশেষ করে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সভায় ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত “মা ইলিশ” সংরক্ষনেও মিডিয়া কর্মীদেরসহ সংশ্লিষ্ট সকলের সার্বিকভাবে সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।

প্রেসব্রিফিং শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বড় চৌরাস্তা মোড়ে পুলিশ প্রশাসন আয়োজিত ট্রাফিক সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মো. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান, টিআই মো. রহমত আলী, টিআই (প্রশাসন) মো. মাহাবুব ইসলাম ও সার্জেন্ট মো. রাসেল রেজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট