1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ গৌরনদীর গাউছিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ  গৌরনদীর বাটাজোড়ে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল  বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মা*রধ*রের অভিযোগ পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা দীর্ঘ ১৮ বছর পর হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর ঘুডু আরিফ গ্রেফতার গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১৯৪ বার পড়া হয়েছে
সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : ফখরুল। ফাইল ছবি

‘সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের ওপর ভর করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের হামলা এবং নেতাকর্মীদের আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হয়- সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের ওপর ভর করেছে।’

তিনি বলেন, ‘ভোট ডাকাতির নির্বাচনকে আড়াল করতে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে এ ধরনের হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনওই স্তব্ধ করতে পারবে না বর্তমান অবৈধ সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা স্বাধীনভাবে অনাচারে লিপ্ত হয়ে পড়েছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর লাইসেন্স দেয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে দেশকে একটি ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে।’

আওয়ামী শাসকগোষ্ঠীর চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব অবিলম্বে ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা নুরুল হুদা আহাদ এবং আহত অন্য নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট