জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শেখ হাসিনার পদত্যাগের খবরে হাজার হাজার জনতা কারফিউ ভেঙ্গে আনন্দ মিছিল করেছে।
সোমবার দুপুর বিকেলে পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে জনতার আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষুদ্ধ জনতা সদর রোডস্থ আওয়ামী লীগ অফিস ভাংচুর করে অফিসের সামনে আগুন দেয়। এছাড়াও বিক্ষুব্ধ জনতা সোনালী ব্যাংক সংলগ্ন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। বিকেলে ইসলামী আন্দোলনের উদ্যোগে শহরে এক বিশাল আনন্দ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনতার আনন্দ মিছিল চলছে।