০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সরকারী খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবীতে চরবাংলার ভূমিহীনদের সংবাদ সম্মেলন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার খাস জমিতে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি।

মঙ্গলবার (৯ জুলাই) পটুয়াখালী প্রেসক্লাবে পটুয়াখালী জেলা বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে চরবাংলা মৌজার খাস জমি চরে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির পটুয়াখালী জেলার সভাপতি এস এম আমজাদ হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন – গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার বুড়া গৌড়াঙ্গ নদীর মাঝে জেগে উঠা চরবাংলা। এ জেগে উঠা চরে দীর্ঘ ৩০/৩৫ বছর যাবৎ ভূমিহীন পরিবারের মানুষজন কঠোর পরিশ্রম করে চাষাবাদ উপযোগী গড়ে তুলে বাড়ী- ঘর তৈরী, গাছ লাগানো ও পুকুর কেটে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। চরে বসবাসরত ৩২০টি পরিবার দীর্ঘদিন ধরে ঐ সরকারী খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে দাবী করে আসছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা ভূমি অফিসে দেন-দরবার করে বিষয়টি মীমাংসা না হওয়ায় ভূমিহীন পরিবারের পক্ষে চরবাংলা মৌজার দিয়ারা জরিপের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার জন্য হাইকোর্টে একটি মামলা করে। যা চলমান আছে। এ অবস্থায় কতিপয় প্রভাবশালী বিত্তশালী ভূমিদস্যু ধনী ব্যক্তি ৬২-জি/৭৭-৭৮ একটি চর্চা ম্যাপ তৈরী করে নামে নেনামে একাধিক দাগে ভূয়াভাবে শত শত একর সরকারী খাস জমি বন্দোবস্ত নিয়েছে। কিন্তু এ ৬২-জি/৭৭-৭৮ চর্চা ম্যাপ দেখিয়ে ভূমি বন্দোবস্ত নিয়েছে তার কোনো হদিস ইউনিয়ন, উপজেলা ও জেলা অফিসে পাওয়া যায়নি। যে চর্চা ম্যাপের অস্তিত্ব কোন ভূমি অফিসে খুজে পাওয়া যায়নি সেই ভূয়া ম্যাপের ভিত্তিতে কিভাবে দিয়ারা সেটেলমেন্ট অফিস জরিপ চালিয়ে জমি বন্দোবস্ত দিচ্ছে। চরবাংলা ভূমিহীনদের এক আবেদনে গত ১০.১০.২০১৮ ইং তারিখ হাইকোর্ট এক অবজারভেশনে খাস জমি নীতিমালা ১৯৯৭ এর ২৭ অনুচ্ছেদ মোতাবেক অবিলম্বে চরবাংলা মৌজার দিয়ারা জরিপ সম্পন্ন করার নিমিত্তে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় বর্তমানে চরবাংলা মৌজার দিয়ারা জরিপ চলমান আছে।

সংবাদ সম্মেলনে এসএম আমজাদ আরও বলেন, ভূয়া চর্চা ম্যাপে বিত্তশালী ভূমিদস্যুদের যখন খাস জমি বন্দোবস্ত দেয়ার আয়োজন চলছে, তখন চরবাংলায় বসবাসকারী ভূমিহীনদের আবেদনে হাইকোর্ট গত ২৪.০১.২০১৯ ইং তারিখ চরবাংলার দিয়ারা জরিপ কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে দিয়ারা জরিপ বরিশালসহ সংশ্লিষ্ট সকল ভূমি অফিসে নোটিশ প্রেরন করা হয়। অন্যদিকে ভূমিহীনদের পক্ষে অনতিবিলম্বে ভূয়া ও সরকারীভাবে অনুমোদন বিহীন চর্চা ম্যাপ (৬২- জি/৭৭-৭৮ যার অস্তিত্ব আজও কোনো ভূমি অফিসে পাওয়া যায়নি তা বাতিল এবং নতুন ম্যাপ তৈরী করে চরবাংলায় বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে সরকারী খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবীতে ২০.০৬.২০২৩ইং তারিখ ভূমিহীনরা মিছিলসহকারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ভূমি প্রশাসন ম্যানুয়াল অনুযায়ী দেশের খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা। সেখানে ভূমিহীনদের বঞ্চিত করে ভূমি অফিসের একশ্রেনীর অসাধু ও ঘুষখোর কর্মকর্তা প্রচুর অর্থের বিনিময়ে প্রভাবশালী ধনী বিত্তশালী ভূমিদস্যুদেরকে খাস জমি বন্দোবস্ত দেয়ার অপতৎপরতা বন্ধ করে প্রকৃত ভূমিহীনদের বিশেষ করে চরবাংলায় বসবাসরত ৩২০ পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী করা হয় সংবাদ সম্মেলনে। তাদের এ দাবী বাস্তবায়নে চলতি মাসের শেষ দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালনের হুশিয়ারী দেন সংবাদ সম্মেলনে আসা ভূমিহীন ও ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক জাফর মোঃ শাফি, জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন, চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজ খান, সহ-সভাপতি মো. হারুন হাওলাদার, ক্যাশিয়ার মজিবর হাওলাদার, সদস্য সাহাবদ্দিন, সদস্য আঃ রব খান, সাদস্য ফারুক মীরসহ অন্যান্য ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

পটুয়াখালীতে সরকারী খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবীতে চরবাংলার ভূমিহীনদের সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৯:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার খাস জমিতে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি।

মঙ্গলবার (৯ জুলাই) পটুয়াখালী প্রেসক্লাবে পটুয়াখালী জেলা বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে চরবাংলা মৌজার খাস জমি চরে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির পটুয়াখালী জেলার সভাপতি এস এম আমজাদ হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন – গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার বুড়া গৌড়াঙ্গ নদীর মাঝে জেগে উঠা চরবাংলা। এ জেগে উঠা চরে দীর্ঘ ৩০/৩৫ বছর যাবৎ ভূমিহীন পরিবারের মানুষজন কঠোর পরিশ্রম করে চাষাবাদ উপযোগী গড়ে তুলে বাড়ী- ঘর তৈরী, গাছ লাগানো ও পুকুর কেটে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। চরে বসবাসরত ৩২০টি পরিবার দীর্ঘদিন ধরে ঐ সরকারী খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে দাবী করে আসছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা ভূমি অফিসে দেন-দরবার করে বিষয়টি মীমাংসা না হওয়ায় ভূমিহীন পরিবারের পক্ষে চরবাংলা মৌজার দিয়ারা জরিপের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার জন্য হাইকোর্টে একটি মামলা করে। যা চলমান আছে। এ অবস্থায় কতিপয় প্রভাবশালী বিত্তশালী ভূমিদস্যু ধনী ব্যক্তি ৬২-জি/৭৭-৭৮ একটি চর্চা ম্যাপ তৈরী করে নামে নেনামে একাধিক দাগে ভূয়াভাবে শত শত একর সরকারী খাস জমি বন্দোবস্ত নিয়েছে। কিন্তু এ ৬২-জি/৭৭-৭৮ চর্চা ম্যাপ দেখিয়ে ভূমি বন্দোবস্ত নিয়েছে তার কোনো হদিস ইউনিয়ন, উপজেলা ও জেলা অফিসে পাওয়া যায়নি। যে চর্চা ম্যাপের অস্তিত্ব কোন ভূমি অফিসে খুজে পাওয়া যায়নি সেই ভূয়া ম্যাপের ভিত্তিতে কিভাবে দিয়ারা সেটেলমেন্ট অফিস জরিপ চালিয়ে জমি বন্দোবস্ত দিচ্ছে। চরবাংলা ভূমিহীনদের এক আবেদনে গত ১০.১০.২০১৮ ইং তারিখ হাইকোর্ট এক অবজারভেশনে খাস জমি নীতিমালা ১৯৯৭ এর ২৭ অনুচ্ছেদ মোতাবেক অবিলম্বে চরবাংলা মৌজার দিয়ারা জরিপ সম্পন্ন করার নিমিত্তে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় বর্তমানে চরবাংলা মৌজার দিয়ারা জরিপ চলমান আছে।

সংবাদ সম্মেলনে এসএম আমজাদ আরও বলেন, ভূয়া চর্চা ম্যাপে বিত্তশালী ভূমিদস্যুদের যখন খাস জমি বন্দোবস্ত দেয়ার আয়োজন চলছে, তখন চরবাংলায় বসবাসকারী ভূমিহীনদের আবেদনে হাইকোর্ট গত ২৪.০১.২০১৯ ইং তারিখ চরবাংলার দিয়ারা জরিপ কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে দিয়ারা জরিপ বরিশালসহ সংশ্লিষ্ট সকল ভূমি অফিসে নোটিশ প্রেরন করা হয়। অন্যদিকে ভূমিহীনদের পক্ষে অনতিবিলম্বে ভূয়া ও সরকারীভাবে অনুমোদন বিহীন চর্চা ম্যাপ (৬২- জি/৭৭-৭৮ যার অস্তিত্ব আজও কোনো ভূমি অফিসে পাওয়া যায়নি তা বাতিল এবং নতুন ম্যাপ তৈরী করে চরবাংলায় বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে সরকারী খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবীতে ২০.০৬.২০২৩ইং তারিখ ভূমিহীনরা মিছিলসহকারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ভূমি প্রশাসন ম্যানুয়াল অনুযায়ী দেশের খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা। সেখানে ভূমিহীনদের বঞ্চিত করে ভূমি অফিসের একশ্রেনীর অসাধু ও ঘুষখোর কর্মকর্তা প্রচুর অর্থের বিনিময়ে প্রভাবশালী ধনী বিত্তশালী ভূমিদস্যুদেরকে খাস জমি বন্দোবস্ত দেয়ার অপতৎপরতা বন্ধ করে প্রকৃত ভূমিহীনদের বিশেষ করে চরবাংলায় বসবাসরত ৩২০ পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী করা হয় সংবাদ সম্মেলনে। তাদের এ দাবী বাস্তবায়নে চলতি মাসের শেষ দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালনের হুশিয়ারী দেন সংবাদ সম্মেলনে আসা ভূমিহীন ও ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক জাফর মোঃ শাফি, জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন, চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজ খান, সহ-সভাপতি মো. হারুন হাওলাদার, ক্যাশিয়ার মজিবর হাওলাদার, সদস্য সাহাবদ্দিন, সদস্য আঃ রব খান, সাদস্য ফারুক মীরসহ অন্যান্য ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ।