1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ “স্মার্ট তারন্য- বাঁচাবে অরন্য” এ শ্লোগান নিয়ে জেলা পর্যায়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪ পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধীনে বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় “স্মার্ট তারন্য- বাঁচাবে অরন্য” এ শ্লোগান নিয়ে জেলা পর্যায়ে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে ও সিভিএ গাছের চারা রোপন করার মধ্য দিয়ে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। এক্সপ্রেশন লিমিটেড এর মাহামুদ মীমের উপস্থাপনায় ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বনবিভাগের পটুয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী, রাঙ্গাবালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু, পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানবজমিন পত্রিকার প্রতিনিধি জালাল আহমেদ, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শংকর লাল দাস প্রমুখ। অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের সহাস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

জাতীয় পর্বে অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রতি ক্যাটাগরীর ১ম, ২য় ও ৩য় বিজয়ীকে পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০ হাজার টাকা, ৩০ হাজার টাকা ও ২০ হাজার টাকা পাবে বলে সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান। জেলা পর্যায়ে সকল অংশগ্রহনকারী ই-সার্টিফিকেট পাবে। এছাড়া জেলা ও জাতীয় পর্যায়ে বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট