সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। বাতাসে অধিক মাত্রায় আর্দ্রতার ফলে গরম বেশি অনুভব হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মৌসুমী বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়াও লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার আবহাওয়াবিদ বজলুর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দেশে গত মাসের শেষ দিকেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। কিন্তু সারাদেশে বৃষ্টি এখনো শুরু হয়নি। বৃষ্টির জন্য আরও দুই–তিন দিন অপেক্ষা করতে হবে তিনি জানান।