০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বার্থপরতার ভণ্ডামির আড়ালেই ওঁৎ পেতে আছে জঙ্গীবাদের প্রেতাত্মা, আর ভঙ্গুর সমাজের নিষ্পেষিত মানচিত্র

  • মাসুদ আলম বাবুলঃ
  • আপডেট সময়: ০৬:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সারাজীবন হেন অপকর্ম নেই, যা করেননি। শিক্ষক হলে ছাত্র ঠকিয়েছেন, প্রাইভেট পড়তে বাধ্য করেছেন, বাড়তি অর্থায়ন ও সানসওকতের জন্যে। ভালো চাকুরিজীবী হলে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন, ব্যবসায়ী হলে স্মাগলিং সহ অর্থ উপার্জনের জন্যে যা করার তাই করেছেন। রাজনীতিক হলে নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে প্রতিপক্ষকে হত্যা গুম সহ ঘৃণ্যতম অপরাধ করতেও পিছপা হননি, বিবেক আপনাকে তাড়িত করেনি কখনো।

আপনার সারা জীবনের অপরাধ অপকর্মের নিষ্কৃতির জন্যে শেষ বয়সে এসে আপনার দুর্নীতির টাকায় পবিত্র হজ্বব্রত পালন করেছেন, কপালে ইবাদতের স্বীকৃতি চিহ্ন পড়িয়ে ফেলেছেন। কেউবা আবার নিয়ত করেছেন, তাঁর একটি ছেলেকে অন্তত পবিত্র কোরানে হাফেজ বানাবেন, আপনার রোজ হাসরের রক্ষাকবচ হিসেবে। ভেবে দেখুন এখানেও আপনার স্বার্থপরতা কাজ করেছে কিনা?

আপনার একটি সন্তানকে হয়তো ইংরেজি মাধ্যম বা দেশে বিদেশে উচ্চশিক্ষা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে উপার্জনক্ষম আধুনিক মানুষ করে গড়েছেন, আরেক সন্তানকে কোরানে হাফেজ, এলেম শিখিয়েছেন, আপনারই স্বার্থে, আপনারই পারলৌকিক সুবিধার জন্যে। কেউবা আবার নিজের ছেলে সন্তানদের ব্যপারে খুবই সচেতন, কিন্তু শেষ বয়সে এসে আপনার বা আপনার সন্তানদের অবৈধ আয়ের টাকায় মসজিদ, এতিমখানা, হেবজোখানা গড়ে তুলেছেন আপনারই স্বার্থে, লোক দেখানো, অপকর্মকে আড়াল করা কিংবা পারলৌকিক সুখ।

আপনি নাগরিক জীবনবোধে অভ্যস্ত। আপনি একজন প্রগতিকামী বা প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবনে বাম রাজনীতি নামের ধ্বজা উড়িয়ে সমাজ বদলের শ্লোগান দিয়েছেন। আজ কর্মজীবনে আপনি ডাকসাইটে নেতা, সরকারের বড় কর্মকর্তা, বড় ব্যবসায়ী। মানবতা আজ আপনার কাছে উপেক্ষিত, ধর্ম আপনার লেবাজ। আপনার মেয়ে মেডিকেল, বুয়েট কিংবা যেকোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনি এ বয়সেও কতো ষোড়শীর পাণিগ্রহন করতে উন্মূখ হয়ে তাকিয়ে থাকেন। আপনার ফেসবুক ইনবক্স একান্তই আপনার জন্যে সংরক্ষিত আপনার নিজস্ব পরিধি।

আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন জঙ্গীবাদ আর হিজাবের বিরুদ্ধে। অথচ আপনার মেয়েকে আপনি হিজাব পরাচ্ছেন, ভালো পর্দানশীন মেয়ে নামের সনদ নিয়ে সুপাত্রের সুললিত স্ত্রী বানিয়ে আপনি একজন গর্বিত শ্বশুর হওয়ার আকাঙ্খায়, একমাত্র আপনারই স্বার্থে।

আপনি একজন নারীলোভি কুৎসিৎ কদাকার চরিত্রের মানুষ। অবৈধ অর্থ, মদ আর নারী, ভিনটেগ আভিজাত্যে পূর্ন আপনার ফানুস জীবন, আপনার পা পড়েনা মাটিতে। আপনার অবৈধ টাকার দাপটে আপনার ব্যক্তিগত রোজনামচায় প্রতিদিন যুক্ত হচ্ছে কতো অবলার বলৎকারের গাঁথা। অথচ সেই আপনারই এসপেক্টেশন আপনার স্ত্রী হবেন সতী সাধ্বী ধর্ম পরায়ণা। তাকে ধর্মীয় অণুশাসনের বই কিনে দিচ্ছেন, তালিমের ঘরে পাঠাচ্ছেন, সে যেন শুধুমাত্র আপনারই প্রতীক্ষায় প্রহর গোণে, তাঁর সুন্দর পরিচ্ছদ, বোরকা বা হিজাবের নিচে রক্ষিত ধবধবে সুশ্রী মাংসল দেহের প্রতি শুধুমাত্র আপনারই একচ্ছত্র আধিপত্য ও অধিকার যেন সুরক্ষিত থাকে। আর সেটা করছেন আপনারই স্বার্থের জন্যে।

আপনি মূলত কোনো ধার্মিক নন, আপনি কোনো মানবতাবাদী নন, আপনি রাজনীতিক নন, আপনি সমাজ সংস্কারক নন, আপনি নারীবাদীও নন, আপনি পুরুষবাদীও নন, আপনি একজন স্বার্থবাদী। আপনার স্বীয় স্বার্থ চরিতার্থ হতে আজ মর্মমূলে খেসারত দিচ্ছে পুরো জাতি।

আপনার সন্তান ইরেজি, বাংলা কিংবা ধর্মীয় মাধ্যমে কি শিখছে আপনি তা জানেন না, জানার প্রয়োজন আপনার নেই, আপনার প্রয়োজন অনেক বেশি ইনকাম, ক্ষমতা আর খ্যাতির জন্যে প্রযোজ্য যা কিছু। আপনার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটি আপনার দেয়া অর্থের চেয়েও বেশি অর্থ খরচ করছে কোথা থেকে আপনি তা জানেন না। আপনার দেয়া হিজাবের অন্তরালে তাঁর অন্যকোনো জগৎ, অন্যকোনো অপকর্ম-অপকৃতি লুকিয়ে আছে কিনা আপনি তা জানেন না। জানার প্রয়োজন কি? আপনার প্রয়োজন স্বীয় স্বার্থ চরিতার্থ করা।

আপনার সতী সাধ্বী স্ত্রীকে আপনার প্রতি আনুগত্য বজায় রাখার নিমিত্তে আপনি তাকে তালিমে পাঠাচ্ছেন, ধর্মীয় বিধিবিধান অনুসরণ করাচ্ছেন। অথচ তিনি আপনার সব খবরই রাখেন, জানেন। আপনার ক্ষমতা, আধিপত্য ও কৌশলের কাছে অবগুণ্ঠিত বি-মূক সে নারী প্রকারান্তরে কি শিখছে আপনি তা জানেন না, জানার প্রয়োজন কি? আপনার প্রয়োজন আপনারই স্বার্থকে চরিতার্থ করা।

সুতরাং, সাধু সাবধান! এসব ভণ্ডামি ছাড়ুন। আপনারই জন্যে আজ পুরো জাতি পঙ্গুত্বের দোরগোড়ায় ক্রাচে ভর দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আপনার এই স্বার্থপরতার ভণ্ডামির আড়ালেই ওঁৎ পেতে আছে জঙ্গীবাদের প্রেতাত্মা, আর ভঙ্গুর সমাজের নিষ্পেষিত মানচিত্র।

লেখকঃ
মাসুদ আলম বাবুল
অধ্যক্ষ, কবি ও সাহিত্যিক

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে ৩,৫৭০ কেজি জাটকা জব্দ; দুঃস্থদের মাঝে বিতরণ

error: Content is protected !!

স্বার্থপরতার ভণ্ডামির আড়ালেই ওঁৎ পেতে আছে জঙ্গীবাদের প্রেতাত্মা, আর ভঙ্গুর সমাজের নিষ্পেষিত মানচিত্র

আপডেট সময়: ০৬:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সারাজীবন হেন অপকর্ম নেই, যা করেননি। শিক্ষক হলে ছাত্র ঠকিয়েছেন, প্রাইভেট পড়তে বাধ্য করেছেন, বাড়তি অর্থায়ন ও সানসওকতের জন্যে। ভালো চাকুরিজীবী হলে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন, ব্যবসায়ী হলে স্মাগলিং সহ অর্থ উপার্জনের জন্যে যা করার তাই করেছেন। রাজনীতিক হলে নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে প্রতিপক্ষকে হত্যা গুম সহ ঘৃণ্যতম অপরাধ করতেও পিছপা হননি, বিবেক আপনাকে তাড়িত করেনি কখনো।

আপনার সারা জীবনের অপরাধ অপকর্মের নিষ্কৃতির জন্যে শেষ বয়সে এসে আপনার দুর্নীতির টাকায় পবিত্র হজ্বব্রত পালন করেছেন, কপালে ইবাদতের স্বীকৃতি চিহ্ন পড়িয়ে ফেলেছেন। কেউবা আবার নিয়ত করেছেন, তাঁর একটি ছেলেকে অন্তত পবিত্র কোরানে হাফেজ বানাবেন, আপনার রোজ হাসরের রক্ষাকবচ হিসেবে। ভেবে দেখুন এখানেও আপনার স্বার্থপরতা কাজ করেছে কিনা?

আপনার একটি সন্তানকে হয়তো ইংরেজি মাধ্যম বা দেশে বিদেশে উচ্চশিক্ষা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে উপার্জনক্ষম আধুনিক মানুষ করে গড়েছেন, আরেক সন্তানকে কোরানে হাফেজ, এলেম শিখিয়েছেন, আপনারই স্বার্থে, আপনারই পারলৌকিক সুবিধার জন্যে। কেউবা আবার নিজের ছেলে সন্তানদের ব্যপারে খুবই সচেতন, কিন্তু শেষ বয়সে এসে আপনার বা আপনার সন্তানদের অবৈধ আয়ের টাকায় মসজিদ, এতিমখানা, হেবজোখানা গড়ে তুলেছেন আপনারই স্বার্থে, লোক দেখানো, অপকর্মকে আড়াল করা কিংবা পারলৌকিক সুখ।

আপনি নাগরিক জীবনবোধে অভ্যস্ত। আপনি একজন প্রগতিকামী বা প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবনে বাম রাজনীতি নামের ধ্বজা উড়িয়ে সমাজ বদলের শ্লোগান দিয়েছেন। আজ কর্মজীবনে আপনি ডাকসাইটে নেতা, সরকারের বড় কর্মকর্তা, বড় ব্যবসায়ী। মানবতা আজ আপনার কাছে উপেক্ষিত, ধর্ম আপনার লেবাজ। আপনার মেয়ে মেডিকেল, বুয়েট কিংবা যেকোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনি এ বয়সেও কতো ষোড়শীর পাণিগ্রহন করতে উন্মূখ হয়ে তাকিয়ে থাকেন। আপনার ফেসবুক ইনবক্স একান্তই আপনার জন্যে সংরক্ষিত আপনার নিজস্ব পরিধি।

আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন জঙ্গীবাদ আর হিজাবের বিরুদ্ধে। অথচ আপনার মেয়েকে আপনি হিজাব পরাচ্ছেন, ভালো পর্দানশীন মেয়ে নামের সনদ নিয়ে সুপাত্রের সুললিত স্ত্রী বানিয়ে আপনি একজন গর্বিত শ্বশুর হওয়ার আকাঙ্খায়, একমাত্র আপনারই স্বার্থে।

আপনি একজন নারীলোভি কুৎসিৎ কদাকার চরিত্রের মানুষ। অবৈধ অর্থ, মদ আর নারী, ভিনটেগ আভিজাত্যে পূর্ন আপনার ফানুস জীবন, আপনার পা পড়েনা মাটিতে। আপনার অবৈধ টাকার দাপটে আপনার ব্যক্তিগত রোজনামচায় প্রতিদিন যুক্ত হচ্ছে কতো অবলার বলৎকারের গাঁথা। অথচ সেই আপনারই এসপেক্টেশন আপনার স্ত্রী হবেন সতী সাধ্বী ধর্ম পরায়ণা। তাকে ধর্মীয় অণুশাসনের বই কিনে দিচ্ছেন, তালিমের ঘরে পাঠাচ্ছেন, সে যেন শুধুমাত্র আপনারই প্রতীক্ষায় প্রহর গোণে, তাঁর সুন্দর পরিচ্ছদ, বোরকা বা হিজাবের নিচে রক্ষিত ধবধবে সুশ্রী মাংসল দেহের প্রতি শুধুমাত্র আপনারই একচ্ছত্র আধিপত্য ও অধিকার যেন সুরক্ষিত থাকে। আর সেটা করছেন আপনারই স্বার্থের জন্যে।

আপনি মূলত কোনো ধার্মিক নন, আপনি কোনো মানবতাবাদী নন, আপনি রাজনীতিক নন, আপনি সমাজ সংস্কারক নন, আপনি নারীবাদীও নন, আপনি পুরুষবাদীও নন, আপনি একজন স্বার্থবাদী। আপনার স্বীয় স্বার্থ চরিতার্থ হতে আজ মর্মমূলে খেসারত দিচ্ছে পুরো জাতি।

আপনার সন্তান ইরেজি, বাংলা কিংবা ধর্মীয় মাধ্যমে কি শিখছে আপনি তা জানেন না, জানার প্রয়োজন আপনার নেই, আপনার প্রয়োজন অনেক বেশি ইনকাম, ক্ষমতা আর খ্যাতির জন্যে প্রযোজ্য যা কিছু। আপনার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটি আপনার দেয়া অর্থের চেয়েও বেশি অর্থ খরচ করছে কোথা থেকে আপনি তা জানেন না। আপনার দেয়া হিজাবের অন্তরালে তাঁর অন্যকোনো জগৎ, অন্যকোনো অপকর্ম-অপকৃতি লুকিয়ে আছে কিনা আপনি তা জানেন না। জানার প্রয়োজন কি? আপনার প্রয়োজন স্বীয় স্বার্থ চরিতার্থ করা।

আপনার সতী সাধ্বী স্ত্রীকে আপনার প্রতি আনুগত্য বজায় রাখার নিমিত্তে আপনি তাকে তালিমে পাঠাচ্ছেন, ধর্মীয় বিধিবিধান অনুসরণ করাচ্ছেন। অথচ তিনি আপনার সব খবরই রাখেন, জানেন। আপনার ক্ষমতা, আধিপত্য ও কৌশলের কাছে অবগুণ্ঠিত বি-মূক সে নারী প্রকারান্তরে কি শিখছে আপনি তা জানেন না, জানার প্রয়োজন কি? আপনার প্রয়োজন আপনারই স্বার্থকে চরিতার্থ করা।

সুতরাং, সাধু সাবধান! এসব ভণ্ডামি ছাড়ুন। আপনারই জন্যে আজ পুরো জাতি পঙ্গুত্বের দোরগোড়ায় ক্রাচে ভর দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আপনার এই স্বার্থপরতার ভণ্ডামির আড়ালেই ওঁৎ পেতে আছে জঙ্গীবাদের প্রেতাত্মা, আর ভঙ্গুর সমাজের নিষ্পেষিত মানচিত্র।

লেখকঃ
মাসুদ আলম বাবুল
অধ্যক্ষ, কবি ও সাহিত্যিক