সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের নিমন্ত্রনে ৬ দিনের সরকারী সফরের জন্য ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে ব্যাংকক ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়। এসময় থাইল্যান্ডের মিনিস্টার-ইন-অ্যাটেন্ডেন্স পুয়াংপেট চুনলাইদ, বাংলাদেশে থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সফরের জন্য প্রধানমন্ত্রী ৬ দিনের সরকারী সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ১০টা ১৩ মিনিটে ঢাকা ত্যাগ করেন। ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তার সফরের সময়ে শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০ তম অধিবেশনে অংশগ্রহন করবেন।
১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ছয় দিনের সরকারী সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ - আপডেট সময়: ১১:৩৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- ২২৯ বার পড়া হয়েছে
Tag:
জনপ্রিয়















