মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হওয়া পটুয়াখালীর দুমকী উপজেলার কদমতলা কলেজ পরিদর্শন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
বুধবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত কলেজটি পাকা ভবন নির্মাণ ও এমপিওভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি কলেজ প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রামীন এলাকায় নির্মিত এ কলেজটি জীবনমান উন্নয়নে ব্যপক ভূমিকা রেখে চলছে।
এ সময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান প্রমুখ।