মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ আ’লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশনের সভাপতি ড. হারুন-অর-রশীদ হাওলাদার এর শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হারুন-অর-রশীদ হাওলাদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, মাও: আলমগীর হোসেন, গাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।