1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ গৌরনদীর গাউছিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ  গৌরনদীর বাটাজোড়ে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল  বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মা*রধ*রের অভিযোগ পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা দীর্ঘ ১৮ বছর পর হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর ঘুডু আরিফ গ্রেফতার

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আটক

ষ্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোর রাতে তাকে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় একটি বাসা থেকে আটক করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান।

ইমরান খান বলেন, “২৮ তারিখে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার তিনি এজাহার ভুক্ত আসামী। তাই তাকে টঙ্গী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।”

জানা গেছে, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি টঙ্গী এলাকায় বেশ কয়েকদিন যাবত আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে আজ ভোর রাতে তাকে আটক করে র‌্যাব।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, “আলতাফ হোসেন চৌধুরীকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন, খোঁজখবর নিচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট